ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

পেকুয়ায় আসামি গ্রেফতারের ক্ষোভে বাদির ধান লুট, আহত-১

পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় বাদির রোপিত ধান লুট করেছে আসামিরা। এ সময় আসামিদের হামলায় একজন আহত হয়েছে। স্থানীয় একটি ক্লিনিকে তিনি চিকিৎসাধীন রয়েছে।pekua,, ঘটনাটি ঘটেছে  শনিবার (১২নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মগকাটা এলাকায়। আহত ব্যক্তির নাম মো.বাবুল (২৯)। তিনি চকরিয়া উপজেলার পহরচাঁদা এলাকার মৃত.নুরুল আমিন সিকদারের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানা গেছে মগকাটা এলাকার মৃত.নন্না মিয়ার ছেলে আব্দুর জলিলের সাথে প্রতিবেশি মৃত.জহিরুল ইসলামের ছেলে রুবেল গংদের বিরোধ চলছিল। ওইদিন ভোরে আব্দুল মান্নানের নেতৃত্বে ১০-১২জনের সংঘবদ্ধ দুর্বৃত্তরা আব্দুল জলিলের রুপিত ধান কেটে লুট করে। এ সময় একজনকে পিটিয়ে আহত করে। এ ব্যাপারে আব্দুল জলিল জানায় আমার ভোগ দখলীয় ৬শতক জমি জবর-দখল নিতে চায় রুবেল গং। ফসল রোপন করার সময় রুবেল গং বাধা দেয়। এ সময় ওই দুর্বৃত্তরা তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের মধ্যে বাদশাহর ছেলে হারুনের দু’টি দাত উপড়ে যায়। তিনি আরো জানায় এ ব্যাপারে তিনজনকে বিবাদি করে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদে একটি বিচার দিই। কিন্তু তারা পরষিদে হাজির হয়নি। পরিষদের রায় নিয়ে গত কিছু দিন আগে পেকুয়া থানায় রুবেল, তার ভাই সোহেলসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। যার নং- ০৫/১৬। জানা গেছে পেকুয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত বৃহষ্পতিবার মামলার প্রধান আসামি সোহেলকে গ্রেফতার করে। এতে আরো ক্ষিপ্ত হয় আসামিরা। মামলার বাদি আব্দুল জলিল জানায় ঘটনার দিন সকালে মৃত.জালাল আহমদের ছেলে আব্দুল মান্নানের নেতৃত্বে রুবেল, তার ভাই বাবুল, মান্নানের ভাই শাইর আলম, আয়েশা বেগম, বেবি আক্তার, খোরশিদাসহ ১০-১২জনের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জমিতে হানা দেয়। এ সময় তারা আমার ফসলি জমির বিপুল পরিমান ধান জোরপুর্বক কেটে নিয়ে যায়। আব্দুল জলিলের মা মাহফুজা বেগম জানায় আব্দুল মান্নান রুবেলের আপন মামা। ওই মান্নান লোকজন নিয়ে পেশি শক্তি দিয়ে আমার জমির ধান লুট করে নিয়ে যায়। এ সময় আমার মেয়ে জামাই বাবুল মেস্ত্রীকে পিটিয়ে আহত করে তারা। গত দু’দিন আগে বাবুল আমার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন ধান কাটার চিত্র ভিডিও করার অপবাধ দিয়ে তাকে নির্দয় পিটিয়ে আহত করে। এমনকি তার কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। মো.বাবুল মেস্ত্রী জানায় আমি শাশুর বাড়িতে বেড়াতে আসি। খুব ভোরে ১০-১২জনের লোকজন জমির ধান কেটে নিয়ে যাচ্ছে। আমি রাস্তার ধারে দাঁড়ানো ছিলাম। কোন ভিডিও করেনি। অথচ আমাকে অহেতুক মারধর করে টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয় মান্নান ও রুবেল।

পাঠকের মতামত: