ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

পেকুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-১০

ahotনিজস্ব প্রতিনিধি. পেকুয়া:
পেকুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১০ জন ব্যক্তি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ১১ নভেম্বর বিকেলে সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত রয়েল ক্লাব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের কোয়াটার ফাইনাল খেলায় এ ঘটনা ঘটে। খেলায় মাতবর পাড়া রয়েল স্টার ক্লাব শিলখালী স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়।
টুর্ণামেন্ট আয়োজন কমিটির সভাপতি ও স্থানীয় এম ইউপি জিয়াউল হক জানান, শুরু থেকে খেলা শান্তিপূর্ণভাবে অনুষ্টিত হয়। এসময় কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করছিল। কিন্তু এ খেলাটি শেষের ২ মিনিট ১৯ সেকেন্ড আগে মাতবর পাড়া রয়েল স্টার ক্লাবের ১০ নং জার্জি পরিহিত খেলোয়াড় স্ট্রাইকার রিদুয়ান গোল করার দায়ে রেফারি রমিজ উদ্দিন তাকে লাল কার্ড প্রদর্শন করেন। এতে ক্ষিপ্ত হয় মাতবর পাড়া রয়েল স্টার ক্লাবের সমর্থকরা। তারা হৈচৈ শুরু করলে এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এসময় আয়োজক কমিটির সদস্য সংঘর্ষ থামানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। এতে খেলোয়াড় সহ ৬ ব্যক্তি আহত হয়। আহতরা হলেন, আবদুল করিম (২৬), ইউসুফ বিন টিটু (১৮), মিজান (২০), খোকন (১৯), ইউসুফ (২২), রিদুয়ান (২৫) আহত হয়। অপরাপর আহতদের নাম পাওয়া যায়নি। আহতদের পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাতবর পাড়া রয়েল স্টার ক্লাবের কর্মকর্তা ও আহত রিদুয়ান জানান, সামান্য ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় কিছু উশৃংখল দর্শক এলোপাতাড়ি হামলা চালিয়ে খেলোয়াড়দের আহত করে। এদিকে শিলখালী স্পোর্টিং ক্লাবের সভাপতি মুফিজের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

#####################

টইটং এডুকেশন ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি. পেকুয়া :::
পেকুয়া উপজেলার টইটং এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত টইটং এডুকেশন ফাউন্ডেশন (টেপ) মেধা বৃত্তি পরীক্ষা গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজে অনুষ্টিত উক্ত পরীক্ষায় ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত স্কুল ও মাদ্রাসার ৩৮১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে। পরীক্ষার হল পরিদর্শন করেন পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজুর রহমান, টইটং এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ উল্লাহ ফিরোজ, সাধারন সম্পাদক নাছির উদ্দিন, কেন্দ্র সচিব আবুল হাসেম, ট্ইটং এডুকেশন ফাউন্ডেশনের সহকারী সাধারন সম্পাদক এডভোকেট এনামুল হক, পরীক্ষার সমন্বয়কারী মাষ্টার জয়নাল আবেদীন, মাষ্টার আবদুল মজিদ প্রমুখ। এ দিকে টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজে অনুষ্টিত বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মাষ্টার দলিল আহমদ।

পাঠকের মতামত: