ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বাদির ভাইকে কুপিয়ে আহত করেছে হত্যা মামলার আসামিরা

ahotaপেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় চাঞ্চল্যকর আরিফুল ইসলাম হত্যা মামলার আসামিরা কুপিয়ে আহত করেছে মামলার বাদির ভাইকে। ওই ঘটনার জের ধরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা পুলিশের সহায়তায় আহত যুবককে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে (৩১অক্টোবর) সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের সিকদারপাড়া এলাকায়। আহত যুবকের নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি ওই এলাকার মৃত.গোলাম কবিরের ছেলে। স্থানীয়সুত্রে জানা গেছে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে সাইফুল ইসলাম তার বাড়ির নিকট পাউবোর স্লুইচ গেইটে অবস্থান করছিল। এ সময় একই এলাকার আহমদ হোসেনের ছেলে নেছার উদ্দিন, কাছারীমুড়া এলাকার ইসলামের ছেলে ও সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, তার ভাই মো.আলমসহ ৪-৫জনের দুর্বৃত্তরা সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করে। জানা গেছে ২০০৯সালে সিকদারপাড়া এলাকার গোলাম কবিরের ছেলে যুবলীগ নেতা আরিফুল ইসলামকে খুন করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়। যার জি.আর নং-২৪/০৯। ওই মামলায় নেছার উদ্দিন ও শহিদুল ইসলামকে আসামি করা হয়। নিহত আরিফুল ইসলামের ভাই নজরুল ইসলাম বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। বাদি নজরুল ইসলাম জানায় মামলা দায়েরের পর থেকে আমার ভাইয়ের ঘাতকরা আরো বেপরোয়া হয়েছে। মামলা তুলে নিতে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করছে। হাকাবকাসহ প্রাননাশ হুমকি অব্যহত রেখেছে আসামিরা। মামলাটি বর্তমানে বিচারাধীন। এদিন এর বহিপ্রকাশ ঘটাতে তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ ব্যাপারে জানতে শহিদুল ইসলাম গংদের সাথে যোগাযোগের চেষ্টা চালানো হয়। তবে সন্ধ্যান না পাওয়ায় বক্তব্য নেয়া যায়নি।

পাঠকের মতামত: