ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

কনে ছাড়াই ফিরল বর

bbiaহাফিজুল ইসলাম চৌধুরী :
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে উপজেলা নির্বাহী অফিসার এএসএম শাহেদুল ইসলাম ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু মুছার বাধায় একটি বাল্য বিয়ে পন্ড হয়েছে। আর এ কারণে কনে ছাড়াই বাড়ি ফিরেছে বর। বুধবার ৩১ আগস্ট ইউনিয়নের পেঠান আলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার গ্রামের আব্দু নবীর শিশু কন্যা হামিদা বেগমের সঙ্গে একই এলাকার ছালেহ আহমদ মিজ্জির ছেলে নুরুল হাকিম এর বিবাহের দিন গোপনে ধার্য্য করা হয়। এদিন সকালে মেয়ের বাড়িতে বিয়ের সব ধরনের আয়োজনও করা হয়। দুপুরে যথারীতি আয়োজনের প্রস্তুতির খবর সর্র্বত্র ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। ফলে বিয়ের সব আয়োজন পন্ড হয়ে যায়।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, উপ-পরিদর্শক (এসআই) আবু মুছা মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পাঠকের মতামত: