ঢাকা,মঙ্গলবার, ১৪ মে ২০২৪

দুর্নীতি বিরোধী শপথ নিল চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের ৫০০ শতাধিক শিক্ষার্থী

ddবিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক এক ওরিয়েন্টেশনের। সচেতন নাগরিক কমিটি (সনাক)-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-(টিআইবি)’র সহায়তায় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) চকরিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ শতাধিক কন্ঠে এক যোগে ধ্বনিত হয় দুর্নীতিবিরোধী শপথ। দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ – আমাদের অঙ্গীকার এই স্লোগানকে উপজীব্য করে তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার জন্যই আয়োজন করা হয় উক্ত ওরিয়েন্টেশন।

 ওরিয়েন্টেশনে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তরুণদের ভূমিকা শীর্ষক উপস্থাপনা করেন টিআইবি’র সহকারি ব্যাবস্থাপক মোঃ আব্দুল গাফ্ফার এবং দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন চকরিয়ার স্বজন গ্রুপের সমন্বয়ক এমএমএইচ ইয়াসির আরাফাত চৌধুরী। সনাক সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ওরিয়েন্টশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম মনজুর আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যাপক ও সনাক চকরিয়ার শিক্ষা উপ-কমিটির আহবায়ক বুলবুল জান্নাত শাহিন এবং ইয়েস উপ-কমিটির আহবায়ক ও সনাক সদস্য জিয়া উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এসএম মঞ্জুর আলম বলেন, দুর্নীতিকে না বলার এখনই সময়। দুর্নীতি একটি দানবীয় বিষয়। মানবীয় গুণাবলী জাগ্রত করার মধ্য দিয়ে দুর্নীতির মোকাবেলা করতে হবে। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন আয়োজনের জন্য তিনি সনাক-টিআইবি কে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতির বক্তব্যে আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, দুর্নীতিবিরোধী কার্যক্রমকে বেগবান করার জন্য তরুণদের ভূমিকা অপরিসীম। তরুণরাই দুর্নীতি থেকে দেশের মানুষকে মুক্তি দিতে পারে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি দুর্নীতি প্রতিহত করতে সবার আগে নিজের বিবেক জাগ্রত করা, বই পড়া, অনুকরণীয় ব্যক্তিত্ব খুঁজে নেওয়া এবং সর্বোপরি দুর্নীতির বিরুদ্ধে আরো সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন দুর্নীতিকে রুখতে হলে তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব গ্রহণ করবে। তাই সনাক-টিআইবি এই শিক্ষার্থীদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদের মানসপটে দুর্নীতিবিরোধী চেতনা সম্পর্কে সংবেদনশীলতা তৈরীর জন্য এই কর্মসূচীর আয়োজন করে। এরপর উপস্থিত সবার দুর্নীতিবিরোধী শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইয়েস দলনেতা মোঃ মিজানুর রহমান ও ইয়েস চকরিয়ার সদস্যবৃন্দ।

পাঠকের মতামত: