নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বরণে দোয়া ও ইফতার মাহফিল আজ বিকাল ৫ টায়, চকরিয়া মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্টিত হয়েছে। উক্ত স্বরণ সভায প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চকরিয়ার কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ, চকরিয়ার ঐতিহ্যবাহি পরিবারের সন্তান মাওলানা ইমাম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট আব্দুল্লাহ আল হাসান সাকিব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্তের দাগ না শুকাতেই ফের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্র জনতা বেঁচে থাকতে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে।
তিনি আরো বলেন, পরিবর্তিত বাংলাদেশ এক ক্রান্তিকাল পার করছে। আমাদের মধ্যে চিন্তার ঐক্য নেই। কেউ বলছি ক্ষমতা আগে। আর কেউ সংস্কার আগে। আমাদের মধ্যে দেশ নিয়ে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান প্রয়োজন। আগ্নেয়গিরির মতো জেগে ওঠা নতুন প্রজন্মের ছাত্র জনতার ঐতিহাসিক ভূমিকাকে স্মরণে রাখতে হবে। দেশ ও জাতির স্বার্থকে সকল কিছুর উর্ধ্বে রেখে নতুন প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন।
পাঠকের মতামত: