এইচ এম রুহুল কাদের , চকরিয়া :: চকরিয়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনাস্থ শতবর্ষী প্রাচীণ চাঁন্দগাজি সিকদার পাড়া জামে মসজিদের কর্তৃত্ব দখলে নিতে মুসল্লীদের উপর দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে। উক্ত হামলায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মুসল্লী ফরহান সাদেক ইমু ও বোরহান উদ্দিন আহত হয় ।
সরেজমিনে দেখা যায়, গত ৭ মার্চ বাদে জুমা মসজিদের আয়-ব্যয় হিসাবের সময় প্রথম দফায় বাঁধা প্রদান ও হামলা করে ব্যর্থ হয। গতকাল ১৪ মার্চ জুমা পরবর্তী মসজিদের দান করা টাকার হিসাবে বাঁধা প্রদান করে। এতে মুসল্লীরা প্রতিবাদ করলে সমজিদ পরিচালনা কমিটি লোকজনসহ স্থানীয় মুসল্লীদের উপরও হামলা চালায় দুর্বৃত্তরা।
হামলায় আহত মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সমাজের লোকজন নিয়ে সুশৃঙ্খলভাবে মসজিদ পরিচালনা করে আসছি। কিন্তু গত কিছুদিন ধরে একটি চিহ্নিত মহল স্থানীয় উশৃংখল যুবকদের লেলিয়ে দিয়ে মসজিদের কতৃত্ব দখলের পায়তারা করছে । আমরা তার প্রতিবাদ করলে মসজিদের ভিতরে মুসল্লিদের উপর হামলা করে। স্থানীয় যুবক মো: বরাত, রেজাউল করিম বুটান ও শহীদুল ইসলাম বাবুসহ সংঘবদ্ধ দুর্বৃত্তরা এ হামলা চালিয়ে মুসল্লিদের আহত করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় চকরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত মনিরুল ইসলাম।
চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পাঠকের মতামত: