ঢাকা,সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

চকরিয়ায় সিএনজি চালকের ঘুষিতে রোশনি নামে আট মাস বয়সি শিশুর মৃত্যু

Chakaria Pictur 11-06-2016 (3)মিজবাউল হক, চকরিয়া :

চকরিয়া পৌর এলাকায় সিএনজি ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে চালক ও তার ভাগিনার কিল ঘুষিতে মেহেদী হাসান রোশনি নামে আট মাস বয়সি এক কুলের শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের ব্যস্থতম চিরিঙ্গা সোসাইটি বাশঘাটা রোডের মাথায় ঘটেছে এ ঘটনা। নিহত শিশু চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গারাঙ্গিয়া ইউনিয়নের মনজুর আলমের শিশু পুত্র বলে জানা গেছে। মনজুর আলম পরিবার নিয়ে পৌরএলাকার বাশঘাটা রোড়ে কামাল ম্যানশনে ভাড়া থাকতেন ও সোসাইটি বাবুল শফিং কমপ্লেক্সে ইলেকট্রনিক্সের দোকান করেন।

রোশনির পিতা মনজুর আলম জানান, রোশনিকে নিয়ে স্ত্রীসহ ১৫দিন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম থেকে গাড়ি যোগে সাড়ে ৮টার দিকে চকরিয়া পৌরবাসটার্মিনালে নামেন। সেখান থেকে তারা একটি সিএনজি ভাড়া নিয়ে বাশঘাটা রোডস্থ কামাল ম্যানশনে যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজি চালক তাদেরকে সড়কের মাথায় নামিয়ে দেন। এসময় সিএনজি চালক ৮নং ওয়ার্ডের নামার চিরিঙ্গার হাবিবুর রহমানের পুত্র নাছির উদ্দিনের সাথে মনজুর আলমের ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে যোগ দেয় চালকের ভাগিনা পেকুয়া উপজেলার জসিম উদ্দিনের পুত্র ফয়সাল। এসময় মামা ভাগিনা মিলে দুইজনে মনজুর আলম ও তার স্ত্রীকে কিলঘুষি মারতে থাকে। একপর্যায়ে তাদের কুলে থাকা আট মাস বয়সি রোশনিকেও কিলঘুষি মারে। এতে মারাত্মকভাবে আহত হন শিশু রোশনি। দ্রুত রোশনিকে জমজম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খান রাত ৯ টার দিকে শিশুটিকে দেখতে তার ভাড়াবাসা যান। ওইসময় শিশুর খুনিদের দ্রুত সময়ে গ্রেফতার করার আশ্বাস দেন স্বজনদের। ##

পাঠকের মতামত: