ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়া উপজেলায় শাফায়েত আজিজ রাজু চেয়ারম্যান নির্বাচিত

পেকুয়া প্রতিনিধি ::পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৪৪ কেন্দ্রের ফলাফলে ঘোড়া প্রতীকের প্রার্থী মোঃ শাফায়েত আজিজ রাজু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন আনারস প্রতীকের প্রার্থী রোমানা আকতার।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৪৪ টি ভোট কেন্দ্রে মোট ১ লক্ষ ৩৫ হাজার ৩০০ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৭৩ হাজার ৯৯৪ জন। মহিলা ভোটার ৬১ হাজার ৩০৬ জন।

পাঠকের মতামত: