ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চকরিয়া-পেকুয়ায় নির্বাচনী প্রচারে সাংসদ জাফরের স্কুল শিক্ষিকা স্ত্রী

স্টাফ রিপোর্টার, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা দিন-রাত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তিনি চকরিয়া পৌরসভার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা শাহেদা বেগম। তিনি চকরিয়া-পেকুয়া আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলমের সহধর্মিণী।

শিক্ষিকা শাহেদা দিন-রাত তার স্বামীর পক্ষে ভোট চেয়ে চকরিয়া ও পেকুয়ায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণে বিধিনিষেধ থাকলেও তিনি সেই নিষেধের তোয়াক্কা করছেন না।

এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কোনভাবেই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় জড়িয়ে থাকলে কেউ মৌখিক অভিযোগ করলে ডেকে এনে সতর্ক করা হবে। আর লিখিত অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকের মতামত: