ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

কক্সবাজার-১, চকরিয়া-পেকুয়া  আসনে বর্তমান এমপিসহ মাঠে থাকছেন ৬ প্রার্থী, ২ প্রার্থীর প্রত্যাহার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
২৯৪-কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে ২জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

আজ রবিবার (১৭ ডিসেম্বর) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের কাছে এ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসন থেকে যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন, জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক জেলা চেয়ারম্যান এ এইচ সালাহ উদ্দীন মাহমুদ, বাংলাদেশ কল্যাণ পার্টির আবদুল আউয়াল মামুন।
কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৩জন প্রার্থী। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে তৎমধ্যে বৈধ হয় ৮ জন প্রার্থী।
বর্তমানে চকরিয়া-পেকুয়া আসনে চূড়ান্তভাবে যেসব প্রার্থী থাকছেন তারা হলেন, বর্তমান সংসদ সদস্য জাফর আলম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন ও জাতীয় পার্টির (জাপা) হোসনে আরা, বর্তমান সংসদ সদস্য জাফর আলমের পুত্র তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।

পাঠকের মতামত: