ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

পেকুয়ায় নিহত জিহাদের স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজারের চকরিয়ায় ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত আসহাবুল হক জিহাদের স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ হল রুমে মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলামের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম।

সাংবাদিক এফএম সুমন ও শহিদুল ইসলামের পরিচালনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ।

শোক সভায় নিহত জিহাদের পিতা মকসুদুল করিম বাচ্চু, চাচা লায়ন জিয়াউল করিম, উপজেলা বিএনপি প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শিক্ষানুরাগী মুজিবুল হক চৌধুরী, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোছাইন, উপজেলা প্রেস ক্লাব পেকুয়ার সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক, জিএমসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা রুহুল কাদের, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহ্বায়ক কপিল উদ্দিন বাহাদুর, এফএম সুমন, সাংবাদিক বেলাল উদ্দিন বিল্লাল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল আজিম, শাখাওয়াত হোসেন বিজয়, মোঃ হানিফসহ তার সহপাঠিরা বক্তব্য রাখেন।

ওই সময় বক্তারা বলেন, সিঙ্গাপুর মার্কেট নাম দিয়ে কোনাখালীর ছড়াপাড়ায় চোরের আস্তানা গড়ে উঠেছে। মোবাইল কিনতে গিয়ে কেউ না কেউ হতাহত হচ্ছে। সর্বশেষ মেধাবী ছাত্র আসহাবুল জিহাদকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে ছড়াপাড়ার মোবাইল চোর সিন্ডিকেট। হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলমান থাকবে।

প্রশাসনের প্রতি আবেদন জানিয়ে বক্তারা আরো বলেন, চোরের আস্তানাটা গুড়িয়ে দিতে হবে। না হলে আরো অনেক মায়ের বুক খালি করবে তারা।

শোকসভা শেষে কলেজ চত্ত্বর হতে শোক র‍্যালিতে শতশত লোক অংশগ্রহণ করে চৌমুহনী চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পাঠকের মতামত: