ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

লামার মুরগি ফার্মে বৈদ্যুতিক শকে বৃদ্ধের মৃত্যু

লামা সংবাদদাতা :: বান্দরবানের লামায় মুরগির ফার্মে বৈদ্যুতিক শকে নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার ফাইতং ইউনিয়নের সুতাবাদী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে নজরুল ইসলাম বলেন, সকালে নিজের মুরগির ফার্মের মুরগির বাচ্চা কারেন্ট দ্বারা হিট দেওয়ার সময় অসর্তকতাবশত কারেন্টের শক লেগে আমার বাবার মৃত্যু হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের পরিবারের কারো কোন অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়া লাশের শেষকার্য্য সম্পাদন করতে অনুরোধ করেছি।

ফাইতং ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, শোনামাত্র আমরা নিহতের বাড়িতে যাই। নুরুল ইসলাম ভালো মানুষ ছিল। নিহতের হাতে বৈদ্যুতিক শক লাগার দাগ আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে।

নিহতের পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে লাশের দাফন কাফন করতে অনুমতি চাচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে এই বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে।

পাঠকের মতামত: