ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

থানা ভিজিট করলেন জেলা প্রশাসক

চকরিয়া পৌরসভার উন্নয়ন ও কোরক বিদ্যাপীঠের শিক্ষার অগ্রগতি ধরে রাখতে তাগিদ

এম জিয়াবুল হক, চকরিয়া ::
চকরিয়া উপজেলার সরকারি বেসরকারি তিনটি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিদর্শনে এসেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। সোমবার ৩০ অক্টোবর বেলা এগারোটার দিকে জেলা প্রশাসক চকরিয়া পৌঁছে প্রথমে চকরিয়া থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এসময় জেলা প্রশাসক চকরিয়া থানায় পৌছালে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) রাকিব উর রাজা ও চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ তাকে স্বাগত জানান। এসময় সেখানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান ও সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান।

এরপর দুপুরে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল পরিদর্শন করেন। এসময় তিনি স্কুলের বিভিন্ন শেণীকক্ষে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিদ্যালযের লেখাপড়ার অগ্রগতি ও মানোন্নয়ন নিয়ে শিক্ষকমণ্ডলী সবার সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে জেলা প্রশাসক চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের বিভিন্ন শ্রেণি কক্ষে ক্লাস পর্যবেক্ষণ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন, হারপাওয়ার প্রজেক্টের ট্রেনিং সেশন পরিদর্শন করেন। এসময় বিদ্যাপীঠ স্কুলের লেখাপড়ার সার্বিক অগ্রগতি, মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সম্ভাবনা বিষয়ে জেলা প্রশাসকের দৃশ্য আকর্ষণ করেন প্রধান শিক্ষক নুরুল আখের, সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের।

চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের বলেন, মান্যবর জেলা প্রশাসক স্যার কোরক বিদ্যাপীঠ স্কুল পরিদর্শনকালে শ্রেণি পাঠদানের বিভিন্ন বিষয়ে স্যার গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। ভবিষ্যতে আরও ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সাফল্যের ধারা অব্যাহত রেখে কোরক বিদ্যাপীঠকে আধুনিক, যুগোপযোগী তথ্য প্রযুক্তি সমৃদ্ধ পাঠশলা হিসেবে তৈরি করতে নির্দেশনা দেন।

একইসঙ্গে কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থীরা মেধাবী মানবসম্পদ হিসেবে তৈরি হয়ে যেন দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সেজন্যে শিক্ষকমণ্ডলী সবাইকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার জন্য পরামর্শ দিয়ে তিনি বিদ্যাপীঠ স্কুলের সার্বিক সফলতা কামনা করেন।

এরপর দুপুর একটায় চকরিয়া পৌরসভা পরিদর্শনে যান জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। তিনি সেখানে পৌঁছলে পৌরসভার মেয়র ও কাউন্সিলররা জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন। এরপর চকরিয়া পৌরসভার উন্নয়নমূলক সার্বিক কর্মকাণ্ড পরিদর্শন করেন তিনি।

পরে চকরিয়া পৌরসভার সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় মিলিত হন জেলা প্রশাসক। মেয়র আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ, প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব, নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, ফারহানা ইয়াছমিন ফোরকান, কাউন্সিলর এম নুরুস শফি, কাউন্সিলর সাইফুল ইসলাম, কাউন্সিলর জাফর আলম কালু, কাউন্সিলর আবদুস ছালাম, কাউন্সিলর নুরুল আমিন, কাউন্সিলর বেলাল উদ্দিন এবং পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

পাঠকের মতামত: