ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

কক্সবাজার বিমান বন্দরে কবির বিন আনোয়ারকে বরণ

প্রেস বিজ্ঞপ্তি ::  আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার কে কক্সবাজার বিমানবন্দরে বরণ করে নেন কক্সবাজার পৌর আওয়ামী লীগ।

মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি, কক্সবাজার ০৩ সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নজিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল করের নেতৃত্বে নেতাকর্মীরা।

জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর প্রচারণার লক্ষ্যে স্মার্ট কর্নার ম্যানেজমেন্ট ট্রেনিং ২০২৩ এর সমাপনী অধিবেশনে যোগ দিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার কক্সবাজার আসেন।

এসময় কক্সবাজার বিমানবন্দরে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, কক্সবাজার পৌরসভা মেয়র মাহবুবুর রহমান ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: