এম.জিয়াবুল হক, চকরিয়া :: কুষ্টিয়া শহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন। শনিবার ১২ ডিসেম্বর উপজেলা পরিষদের সামনে কর্মসুচিতে অংশনেন প্রশাসনের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী।
অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসুচিতে অংশনেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.তানভীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছিম হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমদ, উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা মুনীর চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাংগীর আলম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু জাফর। এছাড়াও কর্মসুচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পরিষদদের কর্মকর্তা কর্মচারী এবং শ্রেণী-পেশার অসংখ্য নাগরিক উপস্থিত ছিলেন।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা কুষ্টিয়া জেলায় নির্মানাধীন জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা ও অবমাননা করার তীব্র নিন্দা প্রকাশ করেন। একইসঙ্গে ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে দাবি জানান।
পাঠকের মতামত: