ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বাড়ির উঠানে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু 

কক্সবাজারের চকরিয়ায় বালতির পানিতে ডুবে মোহাম্মদ আরশ নামে ১৬ মাস বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৩ নভেম্বর) সকাল ১১টার চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের এস কে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু আরশ ওই এলাকার আনোয়ারুল আজিম আনারের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ।
স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালের দিকে শিশু আরশ বাড়ির উঠানে খেলা করেছিল। এসময় তার মা বাড়ির ভেতরে রান্নাঘরে কাজে ব্যস্ত থাকায় পরিবার সদস্যদের অগোচরে উঠানে থাকা বালতির পানিতে ডুবে আটকে পড়েন শিশু আরশ।
এভাবে দীর্ঘক্ষণ ধরে শিশু আরশ ঘরের ভেতরে না ফেরায় তার মা ঘর থেকে বের হয়ে তাঁকে উঠান থাকা বালতির পানির ভেতর থেকে উদ্ধার করেন। পরক্ষণে শিশু আরশকে চকরিয়া  উপজেলাসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুরুল কাদের ভুঁইয়া বলেন, বালতির পানিতে ডুবে শিশুর  মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত: