ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

৭৫ কোটি টাকা পাচ্ছে চকরিয়া পৌরসভা !

মনির আহমদ, চকরিয়া ::  চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরীর বিশেষ আমন্ত্রনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি MGSP. প্রকল্প প্রধান মি.কুভেনার ও প্রকল্প ব্যবস্থাপক শেখ মুজাক্কের চকরিয়া পৌরসভা পরিদর্শন করেছেন  ১১ জুলাই দুপুর ১২ টায় কক্সবাজার হয়ে চকরিয়া পৌরসভায় আসেন তাঁরা। প্রতিনিধি দল চকরিয়া পৌরসভায় পৌঁছুলে ফুল দিয়ে বরনপুর্বক লাল গালিচা সংবর্ধনা দেন চকরিয়া পৌর কর্তৃপক্ষ। এ সময় তাঁরা চকরিয়া পৌরসভায় মধ্যাহ্নভোজ শেষে মেয়র, সচীব ও কাউন্সিলরদের নিয়ে একান্ত বৈঠকে মিলিত হন। বিকাল ২ টায় সভা শেষে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা
চকরিয়া পৌরসভার উন্নয়ন কর্মকান্ডের খবরা খবর নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বলে জানিয়েছেন চকরিয়া পৌর সভার সচিব মাসউদ মোর্শেদ। মেয়রের বরাত দিয়ে চকরিয়া পৌর সভার সচিব মাসউদ মোর্শেদ জানান, চকরিয়া পৌরসভার পক্ষ থেকে ৯১ কোটি টাকা উন্নয়ন বরাদ্ধ চাওয়া হলে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা চকরিয়া পৌরসভার উন্নয়নের জন্য ৭৫ কোটি টাকা বরাদ্ধ দেয়ার আশ্বাস দিয়েছেন।
এ সময় চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, কাউন্সিলর রেজাউল করিম,আঞ্জুমন আরা বেগম সহ কাউন্সিলর গন, প্রকৌশলী,কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: