ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

হাটহাজারী মাদ্রাসায় পোড়ানো হলো দুই বস্তা মোবাইল সেট!

চট্রগ্রাম প্রতিনিধি ::

মাদ্রাসায় শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড মোবাইল সেট ব্যবহার নিষিদ্ধ। গত সপ্তাহে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করা নিয়ে এক ছাত্রের সঙ্গে মাদ্রাসার শিক্ষকের হট্টগোল হয়। এ নিয়ে শিক্ষকরা ক্ষুব্ধ হয়। তাই মাদ্রাসা কতৃর্পক্ষের নির্দেশে ছাত্রদের কক্ষে চলে তল্লাশি নামক সাঁড়াশি অভিযান।

জানা গেছে এই অভিযানে জব্দ করা হয় প্রায় ৫ শতাধিক (২ বস্তা) অ্যান্ড্রয়েড মোবাইল সেট। পরে রাতে মাদ্রাসা কম্পাউন্ডের ভেতরে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হয় জব্দকৃত অ্যান্ড্রয়েড মোবাইল সেটগুলো।

রবিবার রাতে হেফাজত আমির আল্লামা শাহ্ আহমদ শফীর আল্ জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।

আবাসিক ছাত্রদের কক্ষের জিম্মাদার (প্রক্টর) হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি জসিম উদ্দিন বলেন, মাদ্রাসার ছাত্রদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। যেসব শিক্ষার্থী গোপনে অ্যান্ড্রয়েড মোবাইল সেট ব্যবহার করে তাদের মোবাইল এভাবে জব্দ করে ধ্বংস করা হয়। এটা মাদ্রাসার বহু দিনের রেওয়াজ।

পাঠকের মতামত: