ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসায় বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

চকরিয়া নিউজ ডেস্ক ::

চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়াবাজার এলাকায় প্রতিষ্টিত জেলায় নারী শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্টান হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসায় আজ রবিবার ভোরে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। এ উপলক্ষে আয়োজিত ব্যাপক কর্মসূচীর মধ্যে ছিল, ভোরে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দু’আ মাহফিল আলোচনা সভা ও দোয়া মাহফিল। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মনজুরুল কাদের টুক্কু মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ কবির হোছাইনের পরিচালনায়  আজ সকাল ১০ টায় অনুষ্টিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মূল্যবান বক্তব্য  রাখেন, শিক্ষানুরাগী সদস্য ও ভেওলা মানিকচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মাদ্রাসা পরিচালনা কমিটি সদস্য গোলাম মাওলা, নুরুল ইসলাম ইসলাম নুরানী, এনামুল হক, নুরুল আবছার, শাহাব উদ্দিন, আশরাফুল এহছান, রশিদ আহমদ আজিজি, উপাধ্যক্ষ জাফর আলম, আরবি প্রভাষক জন্নাতুল ফেরদৌসী, সহকারী মৌলভী জুনাইদ ফরাজী, সহকারী মৌলভী জসিম উদ্দিন, সহকারী শিক্ষক গণিত আবু হেনা মোস্তফা কামাল, সহকারী শিক্ষক বাংলা নুরুল কাদের, সহকারী শিক্ষক বিজ্ঞান মঈন উদ্দিন, সহকারী শিক্ষক কৃষি সালেহা সুলতানা, সহকারী শিক্ষক শরীর চর্চা আব্দুল মালেক, ইবি প্রধান শাহজাহান ইকবাল, জুনিয়র শিক্ষক জেসমিন জন্নাত, জুনিয়র মৌলভী শফিকুর রহমান ও ইবি ক্বারী মুহাম্মদ নুরুল আলম প্রমুখ।
আলোচনা সভা দোয়া দু’আ মাহফিলে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী, অভিভাবক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদানের রুহের মাগফিরাত ও দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

পাঠকের মতামত: