ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

 স্বাধীনতা বিরোধীদের অপচেষ্টা প্রতিহত করে এগিয়ে যাচ্ছে দেশ  -শহীদ বুদ্ধিজীবি দিবসের সভায় অধ্যক্ষ ক্যথিং অং

সংবাদ বিজ্ঞপ্তি ::

কক্সবাজার সিটি কলেজ আয়োজিত শহীদ দিবসের অনুষ্ঠানে অধ্যক্ষ ক্যথিং অং বলেছেন,একাত্তরের ১৪ ডিসেম্বরে কালোরাতে পাকিস্তানী বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনী সুদুরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবি নিধন করে। পরাজিত শক্তি তাদের শেষ আঘাতটি করে বাংলাদেশকে পিছিয়ে রাখতে চেয়েছিলো। কিন্তু তাদের অপচেষ্টা বৃথা গেছে।

স্বাধীনতা বিরোধীদের সকল অপচেষ্টা প্রতিহত করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।তিনি বলেন,আজ পাকিস্তানের শীর্ষমহল বাংলাদেশের এগিয়ে যাওয়াকে স্বীকার করতে বাধ্য হচ্ছে।  অধ্যক্ষ ক্যথিং অং,দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।

আলোচনা অনুষ্ঠানেে স্বাগত  বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তসলিমা রশিদ।

বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক,কলেজ গভর্ণিং বডির দাতা সদস্য এডভোকেট ফরিদুল আলম,ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নুরুল আবছার চৌধুরী, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মঈনুল হাসান পলাশ, ব্যবস্থাপনা  বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মম্রাা ছিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাশেম উদ্দিন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জুলফিকার আলী, কর্মচারী নুরুল ইসলাম, ছাত্র কায়সার হামিদ। শুরুতে কোরান তেলাওয়াত করেন  অধ্যাপক জহিরুল হক,গীতা পাঠ করেন অধ্যাপক বিকাশ কান্তি দে, ত্রিপিটক পাঠ করেন অধ্যাপক মংছেন হেন।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবি দিবসের উপর ভিত্তি করে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

সমগ্র  অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক রোমেনা আক্তার।

পাঠকের মতামত: