ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার পেকুয়া আসছে আ.লীগের জনসভায় 

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  রবিবার ২২ নভেম্বর কক্সবাজারের পেকুয়া উপজেলায় আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এদিন তিনি সকাল দশটায় পেকুয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত পেকুয়া স্টেডিয়ামের বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষন দেবেন।

জনসভায় যোগদানের আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিন পেকুয়ায় বানৌজা শেখ হাসিনা সাবমেরিন নৌঘাটির সংযোগ সড়কের সম্প্রসারণ কাজ ও বরইতলী মগনামা জেটিঘাট সড়কের সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন। বানৌজা শেখ হাসিনা সাবমেরিন নৌঘাটি সংযোগ সড়ক সম্প্রসারনে সরকার ২৭৪ কোটি টাকা বরাদ্দে প্রকল্পটি বাস্তবায়ন করছেন। এছাড়াও ৩১৬ কোটি টাকা বরাদ্দে পেকুয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে বেশকটি মেগাউন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এদিকে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এমপি পেকুয়া উপজেলায় আগমন এবং পেকুয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জনসভা সফল করতে মাঠপর্যায়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন দলটি সিনিয়র নেতৃবৃন্দ। অন্যদিকে সেতুমন্ত্রীর জনসভাস্থল পেকুয়া স্টেডিয়ামে চলছে মঞ্চ নির্মাণের কাজ। শুক্রবার বিকালে জনসভাস্থলে উপস্থিত হয়ে মঞ্চ নির্মাণকাজ পরিদর্শন করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাংগীর আলম, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বশির আলম, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক কাজীউল ইনসান, শীলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেসি, টেইটং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম শহীদুল ইসলাম চৌধুরী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজম খান, রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নুর, উজানটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল করিম।

উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোছাইন শামা, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ বারেক, জাতীয় শ্রমিকলীগের সভাপতি নুরুল আবছার, সাধারন সম্পাদক এস,এম শাহাদাত হোছাইন, কৃষকলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শাহেদ, পেকুয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, টইটং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছরওয়ার কামাল চৌধুরী, উপজেলা যুবলীগ সহসভাপতি জিয়াবুল হক জিকু, আ’লীগ নেতা নাছির উদ্দিন, মোস্তাক আহমদ, নুরুল কাইয়ুম, আরমানুল ওসমান চৌধুরী, আবুল কালাম, আবদুল কাদের, সোহেল, দিদারুল ইসলাম, মামুনুর রশিদ, শাহ আলম, নুরুল আজিম, রুহুল আমিন, আলী আহমদ, নেজাম উদ্দিন, শহিদুল ইসলাম, কাইছার, নাছির মাঝি, ওসমান গণি,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওসমান গনি,সম্পাদক নিজাম উদ্দিন, যুবলীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন. আ’লীগ নেতা হেলাল উদ্দিন বিএ, শ্রমিকলীগ নেতা হুমায়ুন কবির বিএ,কৃষকলীগ নেতা আমিরুল খোরশেদ চৌধুরী, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাকরিয়া, আমিনুর রশিদ, ফারুক আযাদ,মাঈন উদ্দিন ও উপজেলার ৭টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক ছাড়াও সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ।

পেকুয়া উপজেলা আওয়ামীলীগের জনসভাস্থল পরিদর্শন শেষে এমপি জাফর আলম বলেন, ২২ নভেম্বর রোববার পেকুয়া আসছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি মহোদয়। এদিন তিনি বানৌজা শেখ হাসিনা সাবমেরিন নৌঘাটির সংযোগ সড়কের সম্প্রসারণ কাজ ও বরইতলী মগনামা জেটিঘাট সড়কের সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি ৩১৬ কোটি টাকা বরাদ্দে পেকুয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে বেশকটি মেগাউন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে তিনি পেকুয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত পেকুয়া স্টেডিয়ামের বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষন দেবেন। ওইদিনের সেতুমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। সেইজন্য পেকুয়া উপজেলা এবং সাতটি ইউনিয়ন আওয়ামীলীগের পাশাপাশি সংযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মীকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। আমরা চাই, এই বিশাল জনসভাকে জনসমুদ্রে প্রমাণিত করতে। #

 

পাঠকের মতামত: