ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সুপারিশকৃত তালিকা জাতির সামনে প্রকাশ করুন: রিজভী

অনলাইন ডেস্ক :::

image_175976_0নতুন নির্বাচন কমিশন গঠনে (ইসি) সার্চ কমিটির সুপারিশকৃত নামের তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “আমি বিএনপির পক্ষ থেকে সার্চ কমিটির নিকট আহ্বান জানাচ্ছি, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সৎ, দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ লোকদের নামের তালিকা করে জাতির সামনে প্রকাশ করুন।”

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “বিএনপিসহ দেশবাসীর প্রত্যাশা-অনুসন্ধান কমিটি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে শাণিত বিবেক দিয়ে কাজ করবেন, যাতে জাতীয় স্বার্থই প্রাধান্য পায়।”
রিজভী আরো বলেন, “জনগণের ইচ্ছাকে পদদলিত করে তারা এমন কোনো কাজ করবেন না যাতে দেশবাসী তাদের প্রতি আস্থাহীন হন। একই সঙ্গে তাদের প্রস্তাবিত নামগুলো প্রকাশ করতে হবে। তাহলে বোঝা যাবে অনুসন্ধান কমিটি ক্ষমতাসীনদের নির্দেশে কাজ করছে, নাকি নিরপেক্ষভাবে কাজ করছে।”

নতুন ইসি নিয়োগে রাষ্ট্রপতিকে সহায়তার দায়িত্ব পাওয়া সার্চ কমিটির ছয় সদস্য সোমবার সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে যাচ্ছেন। ওই বৈঠকেই তারা ১০ জনের নামের সুপারিশ রাষ্ট্রপতির কাছে দিতে পারেন বলে ইঙ্গিত মিলেছে।

পাঠকের মতামত: