ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

সীতাকুণ্ডে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

pahaaaচট্টগ্রামের সীতাকুন্ডে পাহাড় ধসে কয়েক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার জঙ্গল ছলিমপুরে এ ঘটনা ঘটে। এ সময় বৃষ্টি হচ্ছিলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুইয়ার ভাষ্য, সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর গ্রামে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন শিশু।

ইউএনও বলেন, ওই গ্রামের টিলা ও পাহাড়ে ছিন্নমূল লোকজন ঘর বানিয়ে বসবাস করে। সেখানে বিভিন্ন এলাকাগুলোকে সমাজ হিসেবে ভাগ করা হয়েছে। তিন নম্বর সমাজের একটি পরিবারে এ ঘটনা ঘটে।

পাঠকের মতামত: