ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

সাতকানিয়ায় উন্নয়ন মেলা অনুষ্ঠিত

রুশমী আক্তার, সাতকানিয়া ::

সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সাতকানিয়া হাই স্কুল মাঠে গত ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা আজ ১৩ জানুয়ারি শেষ হয়েছে। সাতকানিয়া সদরে তিন দিন ব্যাপী  উন্নয়ন মেলা’ ২০১৮ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেনের সভাপতিত্বে উক্ত মেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুঃ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মুঃ রফিকুল হোসেন। সাতকানিয়া পৌরসভার মেয়র মুঃ জোবায়ের। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও মুক্তিযোদ্ধাগণ মেলায় উপস্থিত ছিলেন। সরকারের বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রায় ৩০-৩৫ টি স্টল মেলায় স্থান পেয়েছে। তন্মধ্যে, বাংলাদেশ পুলিশ, সাতকানিয়া থানা, উপজেলা পরিসংখ্যান, যুব উন্নয়ন অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর, উপজেলা তথ্য ও যোগাযোগ অধিদপ্তর এবং সাতকানিয়ার ১৭ টি ইউনিয়নের আলাদা আলাদা স্টল উল্লেখযোগ্য।

পাঠকের মতামত: