ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

মানবজমিন : ওয়ানডে ক্রিকেটে রানের ব্যবধানে নিজেদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানে জয় কুড়ালো টাইগাররা। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের ঘটনাটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১২-১৩’র ওয়ানডে সিরিজে খুলনায় সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে ১৬০ রানে জয় কুড়ায় বাংলাদেশ।
মিরপুরে পঞ্চম চেঞ্জে সাকিব আল হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক মাশরাফি। আর বল হাতে ৭ ওভারের স্পেলে ৪২ রানে তিন উইকেট নেন বাংলাদেশের এ বিশ্বসেরা অলরাউন্ডার।

এর আগে উপুল থারাঙ্গাকে সাজঘরের পথ দেখান মাশরাফি বিন মুর্তজাই। ৯.৪তম ওভারে ব্যক্তিগত ২৫ রানে মাশরাফির ডেলিভারিতে মাহমুদুল্লাহর হাতে ধরা পড়েন থারাঙ্গা। পরে কুসাল মেন্ডিসকেও সাজঘরে ফেরান মাশারাফি। ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারে মাশরাফির বলে রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন এ লঙ্কান ওপেনার। মিরপুরে ১৩.৪তম ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৬২/৩-এ।
বাংলাদেশের বল হাতে ইনিংসে প্রথম আঘাত হানেন নাসির হোসেন। ২.১তম ওভারে দলীয় ২ রানে অফস্পিনার নাসির হোসেন ডেলিভারিতে সরাসরি বোল্ড হয়ে যান কুসাল পেরেরা। জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে ৮০ রানের ইনিংস খেলেছিলেন এ লঙ্কান ওপেনার। নিজের প্রথম ওভারে উইকেট পেতে পারতেন মাশরাফি বিন মুর্তজাও। মাশরাফির এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা।

পাঠকের মতামত: