ঢাকা,বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

ফেভারিট চকরিয়াকে হারিয়ে মহেশখালী চ্যাম্পিয়ন

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের নতুন চ্যাম্পিয়ন মহেশখালী উপজেলা ফুটবল দল। ৩০ সেপ্টেম্বর বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মহেশখালী টাইব্রেকারে ৪-২ গোলে গেল তিনবারের চ্যাম্পিয়ন ফেভারিট চকরিয়া উপজেলা ফুটবল দলকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়।

ছয় বিদেশি রিক্রুট সমৃদ্ধ দু’দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোল শূণ্য ড্র ছিল। ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে মহেশখালীর সাকের উল্লাহ, বেনজেমা, কামারা, মনির, প্রত্যেকের শট চকরিয়ার নেট স্পর্শ করে। অপরপক্ষে চকরিয়ার শামসি, আরিফের শট মহেশখালীর নেট খুঁজে পেলেও জাতীয় তারকা সুশান্ত ও আবছারের শট গোলবারে লেগে ফিরে আসে।

এদিকে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ৩০ সেপ্টেম্বরের ফাইনাল ম্যাচটি দেখতে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে হাজার বিশেক দর্শক উপস্থিত হয়। যা কিনা কক্সবাজারের ইতিহাসে সর্বোচ্চ। দর্শকে উপচে পড়া দু’সেয়ানের শিরোপা নির্ধারণী ম্যাচটিতে দু’দলের স্ট্রাইকাররা অন্তত তিনটি করে গোল মিস করেন।

ম্যাচ শেষ এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, স্পন্সর প্রতিনিধি বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আবু হেনা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, সদস্য সচিব হারুন অর রশিদ।
এদিকে টুর্ণামেন্টের সেরা গোলদাতা চকরিয়ার আবছার, সেরা গোলরক্ষক মহেশখালীর সাঈদী ও ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের মিডফিল্ডার সাকের উল্লাহ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ব্যাক্তিগত মেডেল ও ট্রফি তুলে দেন।

পাঠকের মতামত: