ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

‘শুধু তিস্তা নয়, ৫৪টি নদী নিয়েই আলোচনা চলছে’

pm_41অনলাইন ডেস্ক ::::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তিস্তার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে আমরা আলোচনা করছি। এটা এখন নির্ভর করছে তাদের ওপর, তারা কীভাবে নেবে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি।

শুধু তিস্তা নয়, ৫৪টি নদী নিয়েই আলোচনা চলছে, এই আলোচনা চলবে। ‘ শনিবার বিকালে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গঙ্গার পানি বণ্টন। গঙ্গার পানি বণ্টন চুক্তি আমরা করেছি। অন্যগুলো নিয়েও আমরা আশাবাদী।

প্রসঙ্গত, হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি সম্মেলন ২০১৬ এ অংশ নিতে চার দিনের সফরে গত ২৭ নভেম্বর বুদাপেস্ট যান। চার দিনের সফর গত বুধবার রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত: