ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিমের ইন্তকাল

সোয়েব সাঈদ :: রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছৈয়দ করিম আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার বেলা ১২ টায় কক্সবাজার সদর হাসপাতালে  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মো. ছৈয়দ করিম রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মরহুম ছাবের আহমদ সওদাগরের ছেলে।

মরহুমের ভাগিনা শিক্ষক সাজ্জাদ সরওয়ার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি আরো জানান, মরদেহ বাড়িতে নিয়ে আসা হচ্ছে। জানাযার সময় জানিয়ে দেয়া হবে।

তিনি ইতিপূর্বে আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ে  প্রতিষ্ঠাকাল থেকে দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মন্ডল পাড়া সমিতির সভাপতি ছিলেন।

পাঠকের মতামত: