ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

রামুর জোয়ারিয়ানালায় শ্যামলী বাস-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৩

আবুল কাশেম সাগর, রামু ::

রামুর জোয়ারিয়ানালায় শ্যামলী পরিবহনের বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। পহেলা জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নতুন মুরা পাড়া গ্রাম সংলগ্ন  চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়কে শ্যামলী বাস ঢাকা মেট্রো-ব ১৫-১১০৫ এবং ভাইভেট কার ( চট্রমেট্টো -গ ১৩-৫২১১ গাড়ির সাথে সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।

ঘটনায় বাসের নিচে আটকা পড়া কার থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।  এতে অাহত অারও ২ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে প্রেরন করা হয়। এরমধ্যে রাত সাড়ে ১১ কক্সবাজার সদর হাসপাতালে আরও ১ জন্য মারা যান।

নিহতরা হলেন, (১)  মাসুদ কিবরিয়া, পিতা গোলাম কিবরিয়া, চন্দ্রিকা, চট্টগ্রাম, (২) জানে আলম, পিতা নূর আহাম্মেদ, আতরের ডিপো, চট্টগ্রাম ও জামাল উদ্দিন, পিতা মৃত মকবুল আহম্মেদ, পাহাড়তলি, চট্টগ্রাম।

আহত শিশির দে বর্তমানে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ৪ জনই প্রাইভেট কারের যাত্রী। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেয়ার পর আরো ১ জন প্রান হারিয়েছেন।

####################
রামু সাত ঘরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল

অাবুল কাশেম সাগর, রামু ::

রামু উপজেলার অন্যতম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রামু সাত ঘরিা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারী ঘোষিত বছরের প্রথম দিনে  বিনা মূল্যে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। বুধবার পহেলা জানুয়ারি সকাল ১১টায়  সাংবাদিক অাবুল কাশেম সাগর’র পরিচালনায় বিদ্যাল পরিচালনা কমিটির সভাপতি মাওলনা অাবু তাহেরের সভাপতিত্বে অায়োজিত বই উৎসবে প্রধান অতিথি বলেছেন, বর্তমান অাওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। সারা বিশ্বের মধ্যে বাংলাদেশেই বছরের শুরুতে বিনা মূল্যে সকল প্রাথমিক ও  মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নতুন বই তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রতি বছর বছরের প্রথম দিনে বই উৎসবের মাধ্যমে  নতুন বই বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের উছ্বাসের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উদ্যোগ নিয়েছেন বলে দেশের ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীর  হাতে একই দিনে তুলে দেয়া সম্ভব হচ্ছে ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার নতুন বই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী বড়ুয়া, সহকারী শিক্ষক অাক্তার অালম, নাছিমা অাক্তার, পলি বড়ুয়া, প্রিয়াংকা বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন অাওয়ামীলীগে নেতা ওবাইদুল হক, অভিভাবক মহিলা সদস্যা অাজিজা বেগম,

অভিভাবক শাহজামালসহ প্রমূখ।

পাঠকের মতামত: