প্রেস বিজ্ঞপ্তি :: আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন যেভাবেই হউক কুতিবদিয়ায় স্থায়ী বেড়ীবাঁধ নির্মান করতে চাই। প্রয়োজনীয় বরাদ্ধ হলেও নানা জটিলতার কারণে প্রতিবারই নির্মান কাজ বাধাগ্রস্ত হচ্ছে। কুতুবদিয়ার বর্তমান পরিস্থিতি প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে। আমরা কুতুবদিয়ার উন্নয়নে কাজ করতে চাই। ইতোমধ্যে সড়ক উন্নয়নের মাধ্যমে ব্যাপক পরিবর্তন এসেছে। আমরা একইভাবে বেড়ীবাঁধ নির্মান করে কুতুবদিয়াবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
তিনি রোববার বেলা ১১ টায় উত্তর ধুরুং, আলী আকবর ডেইলের তাবলের চর, কুমারিয়ার ছরা, বড়ঘোপের মুরালিয়া ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ পরিদর্শনকালে একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্প্দক নুরুচ্ছপা বি.কম, জেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, স্থানীয় আওয়ামী লীগনেতা জাহাঙ্গীর আলম, আবুল কালাম, মিজানুর রহমান টিটু, মহেশখালী যুবলীগের যুগ্ম আহবায়ক এড. শেখ কামাল, কুতুবদিয়া যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম।
বেলা ২টায় আশেক উল্লাহ রফিক এমপি কুতুবদিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডঃ ফরিদুল ইসলাম চৌধুরীর দায়িত্ব গ্রহন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপক কুমার রায়’র বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় তিনি বলেন অচিরেই কুতুবদিয়ায় বিদ্যুতের আলোয় আলোকিত হবে। এর আগেই আমরা স্থায়ী বেড়ীবাঁধ নির্মান করতে চাই।
সভায় আরো বক্তব্য রাখেন এসিল্যান্ড নুপ্রভাত চাকসা, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আকতার বিউটি।
বিকেল ৩টায় তিনি কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নবনির্বাচিত উপজেলা চেয়াম্যান এড. ফরিদুল ইসলাম চৌধুরী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন।
বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর আগে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
পাঠকের মতামত: