ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

মেধা কচ্ছপিয়া ঢালা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগর রাত ১১ টার দিকে খুটাখালী মেধা কচ্ছপিয়া ঢালায় মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। যাত্রীরা মহাসড়কের পাশে এক লোক পড়ে থাকতে দেখে খুটাখালী ১নং ওয়ার্ডের মেম্বার ছলিম উল্লাহ’কে জানায়। তাৎক্ষণিক তিনি পুলিশকে খবর দেয়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, নিহত ব্যক্তির বয়স ৫০ বছরের মতো। তাঁকে ভবঘুরে বলে মনে হয়। কয়েকদিন ধরে মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান মহাসড়কের আশপাশে লোকটি ঘুরাফেরা করতে দেখা যেতো।
ধারণা করা হচ্ছে, রাতে চলন্ত কোন গাড়ী তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। ওই ব্যক্তির পরনে পুরনো লুঙ্গি ও কাল রঙের শার্ট পরিহিত ছিল। তার মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পাঠকের মতামত: