ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

মালুমঘাটে প্রভাবশালীর সহযোগিতায় চলছে বাল্য বিবাহ!

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:

চলছে বাল্য বিবাহের প্রস্তুতি। গোপনে বিবাহ সম্পন্ন করতে মোটা অংকের মিশনে চলছে প্রভাবশালীর বৈঠক। চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে ইউনিয়নের মালুমঘাটস্থ পূর্ব ডুমখালী গ্রামের মৃত মোজাম্মেলের পুত্র বাদশা মিয়া (১৮) পার্বত্য এলাকার এক কিশোরী মেয়েকে উঠিয়ে আনে। বাল্য বিবাহের কার্যক্রম নিষ্পত্তি করতে গত রোববার বর বাদশা মিয়ার বাড়িতে গোপন বৈঠকে বসে স্থানীয় প্রভাবশালীরা। তারা বাল্য বিবাহের শাস্তির ভয় দেখিয়ে বাদশা’র কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলেও গোপন সুত্রে জানা গেছে। তবে এ বিয়ের ঘটনাটি ১৫ বছরের কিশোরীর পিত্রালয়ে অবগত আছে কিনা জানা যায়নি। সে লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের জলপাইতলী এলাকার আবদুল কাদেরের মেয়ে।

এদিকে বৈঠকে নেতৃত্ব দাতা মালুমঘাট বাজারের বনভূমির রিজার্ভ বাগান এলাকায় বসবাসকারী, হাজী জামাল উদ্দিনের পুত্র বাহাদুর হকের কাছে এ ব্যাপারে জানতে যোগাযাগের চেষ্টা করা হলে মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমানকে অবগত করা হলে, তিনি সংশ্লিষ্ট সকলের নাম ঠিকানা এসএমএস’এর মাধ্যে পাঠিয়ে দিতে বলেন। পাশাপাশি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরীর মোবাইলেও তথ্যটি পাঠিয়ে দিতে বলেছেন।

পাঠকের মতামত: