ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

মাতামুহুরী ব্রিজে ৪দিনের রাতে যানচলাচল বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার, চকরিয়া ::
মাতামুহুরী ব্রিজের সংস্কার কাজ শুরু হওয়ায় সব ধরণের যানচলাচল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ। আগামী ২৮ ও ৩১ মে পর্যন্ত মাতামুহুরী ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচলা সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়–য়া।
তিনি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলা চিরিঙ্গাস্থ মাতামুহুরী সেতুর জরুরী মেরামত কাজ করা হবে। মেরামত কাজে আগামী ২৮ ও ৩১ মে পর্যন্ত প্রতিদিন রাত ১২টা হতে ভোর ৬টা পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ থাকিবে। মেরামতকালীন সময়ে বিকল্প সড়ক একতা বাজার-পেকুয়া-ঈদমনি-চকরিয়া কক্সবাজার এবং আনোয়ারা-বাশখালী-পেকুয়া-চকরিয়া সড়ক দিয়ে চলাচল করার জন্য অনুরোধ করেছেন। ঝুকিপূর্ণ সেতুটির জরুরী মেরামত কাজের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেছেন নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া।

পাঠকের মতামত: