ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে বালি ভর্তি ৫টি ডাম্পার জব্দ

মহেশখালী প্রতিনিধি ::

মহেশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে বালি ভর্তি ৫টি ডাম্পার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে ,মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা সোমবার ৬ই মে সকাল ১০ টায় গোরকঘাটার প্রবেশ পথ থেকে বালি বহণ কারী ৫টি ডাম্পার বালিসহ জব্দ করে। পরে সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে নিয়ে আসেন। বর্তমানে জব্দ কৃত বালি ভর্তি ৫ টি ডাম্পার মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এর কার্যালয়ে রয়েছে।

ভ্রাম্যমান আদালেতর মাধ্যমে বালি বহন কারি ডাম্পার গুলির বিরুদ্ধে মামলা রুজু করা হবে বলে জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা।

এদিকে মহেশখালী উপজেলার বেশ কটি পয়েন্ট থেকে নির্বিচারে বালি বিক্রি উত্তোলন করে বিক্রি করে যাচ্ছে দিনের পর দিন।

উপজেলা ধলঘাট পাড়া বড় মহেশখালীর দেভেঙ্গাপাড়া, ছোট মহেশখালীর পাহাড়ি ঢালু, হোয়ানকের কেরুনতলী, কালারমারছড়ার সোনাপাড়ার পাহাড় থেকে এই মাটিযুক্ত বালি বিক্রি করে যাচ্ছে ।

পাঠকের মতামত: