ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে আরো ১৪ রোহিঙ্গা নারী-পুরুষ উদ্ধার

মহেশখালী প্রতিনিধি ::

মহেশখালী থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মালয়েশিয়াগামী ২৬ রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। ১১ মে পানিরছড়া থেকে ১২ নারী পুরুষকে উদ্ধারের পর রাতে কালারমার ছড়া এলাকায় পৃথক অভিযানে উদ্ধার হয় অারো ১৪ নারী পুরুষ।
মহেশখালী থানা পুলিশ ১২ মে রাত সাড়ে ১০টায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের অাঁধার ঘোনা ও নোনাছড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে অারো ১৪ জন মালয়েশিয়াগামী রোহিঙ্গা নারী পুরুষকে গ্রেপ্তার করেছে।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে কালারমার ছড়া পুলিশ ক্যাম্পের এস,আই লিটন চন্দ্র সিংহ, এ,এস,আই জাহাংগীর ও হোয়ানক পুলিশ ক্যাম্পের অাই,সি এ,এস,আই সফিকূল ইসলাম এর যৌথ অভিযানে এসব রোহিঙ্গাদের অাটক করা হয়।

উল্লেখ্য সম্প্রতি মহেশখালী দ্বীপ সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে মহেশখালী ও উখিয়া এলাকা ভিত্তিক একটি অাদমপাচারকারি চক্রের একটি সিন্ডিকেট এসব রোহিঙ্গাকে পাচারের উদ্দ্যেশ্য মহেশখালী দ্বীপে নিয়ে এসেছিল।

পাঠকের মতামত: