ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

মহেশখালীতে আগুনে পুড়ে নববধুর মৃত্যু

ফরিদুল আলম দেওয়ান,  মহেশখালী:  বিয়ের মাত্র ৪০ দিনের মাথায় মহেশখালীতে আগুনে পুড়ে এক নববধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব বড়ছড়া গ্রামে। মৃত নববধুর নাম ইয়াছমিন আকতার (১৫)। সে উক্ত গ্রামের মোঃ সিকদারেরর মেয়ে ও একই গ্রামের অাবু তৈয়বের পুত্র এনায়েত করিম এর স্ত্রী।
মৃত ইয়াছমিন আকতারের বাবা মোঃ সিকদার জানান, তার মেয়ে ইয়াছমিন আকতারেরর বিয়ে হয়েছে মাত্র ৪০ দিন। গত শনিবার রাতে শ্বশুর বাড়ীর উঠানে শীতে আগুন পোহাতে গিয়ে তার গায়ের শাড়ীতে অসাবধানতা বশত অাগুন লেগে তা সারা শরীর ছড়িয়ে পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে শ্বশুর আবু তৈয়বও আগুনে পুড়ে আহত হয়। তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছিল।  ১০ জানুয়ারি সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পাঠকের মতামত: