সিএমপিতে রদবদল
চট্রগ্রাম প্রতিনিধি ::
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতি গুরুত্বপূর্ণ দুই থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। গতকাল সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মাসুদ–উল হাসান বলেন, কোতোয়ালী থানায় ওসির দায়িত্ব দেয়া হয়েছে ডিবি পুলিশের বন্দর জোনের পরিদর্শক মোহাম্মদ মহসিনকে। কোতোয়ালী থানার ওসি মো. জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে আকবরশাহ থানায় একই পদে। দুই কর্মকর্তাকে অবিলম্বে বদলি হওয়া কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। আকবর শাহ থানার বর্তমান ওসি আলমগীর মাহমুদকে শিল্প পুলিশে বদলি করা হয়েছে।
পাঠকের মতামত: