ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

মগনামার চেয়ারম্যান ওয়াসিমসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়া উপজেলার মগনামা ইউপির সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরীর উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আজ রবিবার (১৪জানুয়ারি) ইউনুছ চৌধুরীর ভাই সরোওয়ার চৌধুরী বাদী হয়ে বসতবাড়িতে হামলা, ইউনুছকে অপহরণ ও হত্যাচেষ্টা এবং মারধর করে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভপাত ঘটানোর অভিযোগে পেকুয়া থানায় এ মামলা দায়ের করেন।

মগনামা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা শরাফত উল্লাহ্‌ ওয়াসিমকে প্রধান আসামী করে দায়েরকৃত এ মামলায় আরো ৩৬জনকে আসামী করা হয়েছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন, মগনামা ইউনিয়নের কালার পাড়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে আনছার (৪৫), একই এলাকার আবু তাহেরের ছেলে জহির আলম (৩৫)। তাদের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। মগনামার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পাঠকের মতামত: