ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়েছে মাতামুহুরীর নদীতে

এম.মনছুর আলম, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে হারিয়ে যাওয়া বিরল প্রজাতির একটি কচ্ছপ ধরা পড়েছে। বিরল প্রজাতির এ কচ্ছপটি সোমবার বিকেলে ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের লেকে অবমুক্ত করা হয়েছে।

সাফারি পার্কের সহকারী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, রবিবার একদল কিশোর মাতামুহুরী নদীর ব্রীজ পয়েন্টে গোসল করতে যায়। গোসল করার সময় নদীর পানিতে কচ্ছপটি ভাসতে দেখে।খবর পেয়ে নদীতে নেমে আমরা সুকৌশলে কচ্ছপটি ধরে ফেলি। পরে সাফারি পার্কের লেকে এ কচ্ছপটি অবমুক্ত করা হয়।

সাফারি পার্কের সহকারী ভেটেরিনারী সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়া কচ্ছপটি বিরল প্রজাতির। এ কচ্ছপ সচরাচর এখন কোথাও দেখা যায়না। এটি সম্ভবত পাহাড়ের ঝিরি থেকে মাতামুহুরী নদীতে নেমে এসেছে। বিরল প্রজাতির এ কচ্ছপটির ওজন আনুমানিক ৩৫-৪০ কেজি হবে। এদের গড় আয়ু ১০০ বছরের অধিক।

সাফারী পার্কের লেকে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন,চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, ওয়াইল্ড লাইফ স্কাউটের সদস্য আকতারুজ্জামান খান, সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: