ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

বিজ্ঞান শিক্ষায় পরিপূর্ণতা পেল কক্সবাজার সরকারি কলেজ

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সরকারি কলেজে অনার্স কোর্সে যুক্ত হলো বিজ্ঞানের আরো তিনটি বিষয়। পদার্থবিদ্যা, রসায়ন ও প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমতি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে করে চলতি ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ হতে উক্ত বিষয় সমূহে রিলিজ স্লিপের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। এ তিনটি বিষয়সহ কক্সবাজার সরকারি কলেজে মোট ১৩ টি বিষয়ে অনার্স কোর্স বর্তমানে চালু রয়েছে। এতদিন বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র উদ্ভিদবিদ্যা ও গণিত এ দু’টি বিষয়ে অনার্স কোর্স করার সুযোগ থাকলেও চলমান শিক্ষাবর্ষ হতে বিজ্ঞান বিষয়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা মোট ৫ টি বিষয়ে অনার্স কোর্স সম্পন্ন করতে পারবে এ কলেজ হতে।
পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স কোর্স চালুর জন্য ২০১৩ সাল হতে পত্র বিনিময় করে আসছিলো কলেজ প্রশাসন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে অবশেষে ১৯/১০/২০১৮ তারিখ এক পত্রের মাধ্যমে জাতীয় বিশ^বিদ্যালয় কক্সবাজার সরকারি কলেজে উক্ত ৩ টি বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমতি প্রদান করেছে।
উক্ত তিনট বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমতি পাওয়ায় কক্সবাজার সরকারি কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। কোর্সসমূহ চালুর ব্যাপারে সক্রিয় সহযোগিতা প্রদান করায় শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)-এর পরিচালক প্রফেসর ড. মোস্তফা কামাল ও স্থানীয় সংসদ সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ কক্সবাজারের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। তিনি বলেন, কক্সবাজার জেলার অনেক বিজ্ঞান মনস্ক গরিব ও মেধাবী শিক্ষার্থী বিজ্ঞান বিষয়ে অধ্যয়নের ইচ্ছে থাকা সত্ত্বেও বিজ্ঞানের পর্যাপ্ত বিষয়ে অনার্স কোর্স চালু না থাকায় অনার্স কোর্স সম্পন্ন করতে পারতো না। উচ্চ মাধ্যমিকের পর গ্রুপ পরিবর্তন করে ভিন্ন কোর্সে অনার্স কোর্স সম্পন্ন করতে হতো, যার কারণে এ জেলা বিজ্ঞানে উচ্চ শিক্ষায় অনেকাংশে পিছিয়ে ছিল। তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স কোর্স চালু হওয়ায় বিজ্ঞান শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা অনার্স কোর্স সম্পন্ন করতে পারবে এবং এ জেলাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। ভবিষ্যতে কলেজের একাডেমিক উন্নয়নসহ ভৌত অবকাঠামোর উন্নয়নে কলেজের সকল শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়ে কক্সবাজার সরকারি কলেজ এতদ্ অঞ্চলে উচ্চ শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করে আসছে। বেসরকারিভাবে প্রতিষ্ঠিত এ কলেজটি ১ মার্চ ১৯৮০ সালে সরকারিকরণ করা হয়। এ কলেজে উচ্চ মাধ্যমিক, ¯œাতক পাস, ¯œাতক সম্মান ও মাস্টার্স কোর্সে বর্তমানে ১২ হাজারেরও অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। সকল পাবলিক পরীক্ষায় এ কলেজের ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক ও চমকপ্রদ।

পাঠকের মতামত: