ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ দলিল লেখক সমিতি কক্সবাজার জেলার নির্বাচন ও সম্মেলন অনুষ্টিত 

cof

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :  বাংলাদেশ দলিল লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে, ২৬ নভেম্বর (শনিবার)চকরিয়া উপজেলার গ্রীণবেলী কমিউনিটি সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক ব্যবস্থাপপনা করেন, চকরিয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাইফুল আজম,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব এম মোক্তার আহমেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন খান,কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক খায়রুল ইসলাম বিল্লাল, কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশীদ, সহ বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ও বক্তব্য রাখেন,এতে দ্বিতীয় অধিবেশনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন শুরু হলেও প্রতিদ্বন্দি প্রার্থীদের মতামতের ভিত্তিতে একে অপরকে সমর্থন জানিয়ে নির্বাচন সম্পন্ন হয়,এতে সভাপতি নির্বাচিত হয় আলহাজ্ব আবুল হোসেন , সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিজান, সাংগঠনিক সম্পাদক সাইফুল আজম, প্রচার সম্পাদক শাহাজান,অর্থ সম্পাদক রেজাউল করিম। একইসাথে আগমী দুই মাসের ২৫সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি বরাবর জমা দেয়ার নির্দেশ প্রদান করেন নির্বাচন কমিশন, অনুষ্ঠানে বক্তারা বলেন, দলিল লেখক জনতা,গড়ে তুলো একতা তারই ধারাবাহিকতায় তৃণমূল দলিল লেখক সমিতিকে গতিশীল করার জন্য সারাদেশ ব্যাপী সকল দলিল লেখকদের ঔক্যবদ্ধ থাকার আহ্বান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চকরিয়া উপজেলা দলিল লেখক সমিতির সদস্য আবু হেনা মোস্তফা কামাল।

পাঠকের মতামত: