ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

বর্ষীয়ান রাজনীতিবিদ এড. জহিরুল ইসলাম আর নেই

নিউজ ডেস্ক :: সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি ও প্রবীন রাজনীতিবিদ এডভোকেট জহিরুল ইসলাম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি .. রাজিউন)। সোমবার ১৮মে বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম শহরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির তাঁর জ্যৈষ্ঠ সন্তান জাহেদুল ইসলামের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি মরহুম জহিরুল ইসলাম এর জ্যেষ্ঠ সন্তান বিশিষ্ট ব্যাংকার জাহেদুল ইসলাম  চকরিয়া নিউজকে কে নিশ্চিত করেছেন। কক্সবাজার শহরের বয়তুশ শরফ সড়কের বাসিন্দা এডভোকেট জহিরুল ইসলাম মৃত্যুকালে ৩পুত্র, ৩কন্যা, স্ত্রী রেখে সহ অনেক গুণগ্রাহী, অনুসারী ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর নামাজে জানাজার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী এডভোকেট জহিরুল ইসলাম কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য, কক্সবাজার জেলার গর্ভনর, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। কক্সবাজার বয়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

পাঠকের মতামত: