ঢাকা,রোববার, ২৬ জানুয়ারী ২০২৫

ফাঁসির মঞ্চ নেই ফেনীতে, কুমিল্লায় যাচ্ছে নুসরাতের খুনিরা

অনলাইন ডেস্ক ::  ফেনী জেলা কারাগারে পৃথক কনডেম সেল ও ফাঁসির মঞ্চ না থাকায় নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের কুমিল্লা ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে। বিষয়টি অনুমোদন দিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।

সোমবার মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিদের কুমিল্লা ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফেনী জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মো. রফিকুল কাদের। তিনি জানান, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৬ জনের মধ্যে ১৪ জনকে কুমিল্লা ও দুই নারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

এদের মধ্যে ১৩ জনকে মঙ্গলবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর আলোচিত নুসরাত হত্যা মামলার ১৬ আসামির সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ। তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।

পাঠকের মতামত: