ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড পেলো ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের ছাত্র তানভীর

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :

মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড-২০১৭ নির্বাচিত ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী তানভীর মোস্তাকিম শান্ত পেয়েছে প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড।

ঢাকা কৃষিবিদ ইনিস্টিটিউট বাংলাদেশ সেমিনার মিলনায়তনে ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড মনোনীতদের সংবর্ধনা অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন চীফ স্কাউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ডপ্রাপ্ত তানভীর ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমানের পুত্র। এটি তার স্কাউট জীবনে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা। এদিকে ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড পাওয়ায় আনন্দিত বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, পরিচালনা পর্ষদ, সহপাঠীসহ এলাকাবাসী।

তানভীরের পিতা ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, তানভীর এ্যাওয়ার্ড পাওয়ার পেছনে অবদান তার শিক্ষকবৃন্দ, স্কাউট পরিচালকবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান। তিনি সকলের নিকট অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রহিম উদ্দিন ছোটন বলেন, তানভীর সারা বাংলাদেশে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। তার এ্যাওয়ার্ড বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী আনন্দিত। তানভীরের আরো উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন তিনি।

পাঠকের মতামত: