ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পেট্টোল বোমা নিক্ষেপ সাংসদ বদি’র সাজানো নাটক -শাহজাহান চৌধুরী

ফারুক আহমদ, উখিয়া ॥ 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফ আসনে ২০ দলীয় জোট তথা বিএনপির মনোনীত প্রার্থী চার চার বার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মিথ্যা মামলা ও গণগ্রেফতার যতই করবে ধানের শীষ মার্কার জোয়ার তীব্রতা আরো বাড়বে। তিনি বলেন, গ্রামেগঞ্জে ধানের শীষ মার্কার ভোটার ও সমর্থকদের ব্যাপক সাড়া দেখে আওয়ামীলীগ দিশে হারা হয়ে পড়েছে। সাংসদ আব্দুর রহমান বদির নির্দেশে উখিয়া ও টেকনাফ থানায় এক ডজনের অধিক মিথ্যা মামলা দায়ের করেছে উভয় থানার ওসিরা। চালানো হচ্ছে দিবারাত্রি গণগ্রেফতার। অভিযানের নামে ভাংচুর করা হচ্ছে দলীয় নেতাকর্মীদের বাড়ীঘর।

জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী অভিযোগ করে বলেন, পালংখালীতে নৌকা মার্কার প্রচারণার গাড়ীতে পেট্টোল বোমা নিক্ষেপ তাদেরেই সাজানো নাটক। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, সাংসদ আব্দুর রহমান বদির হুকুমে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা নৌকা মার্কার গাড়ীতে পেট্টোল বোমা নিক্ষেপ করেছে। বিএনপি এ ঘটনায় কোনভাবেই জড়িত নয়।

শনিবার (২২ ডিসেম্বর) সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান চৌধুরী টেকনাফ উপজেলা হৃীলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগকালে এ কথা গুলো বলেন। এর আগে তিনি টেকনাফ হৃীলায় ধানের শীষ মার্কার নির্বাচনী ক্যাম্প ভাংচুরের ঘটনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাটারদেরকে দায়ে করেন। এসময় টেকনাফ যুবদলের সভাপতি এডভোকেট হাছান ছিদ্দিকীসহ স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: