ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়া শিলখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরনী সভা

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া :

পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিলখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংষ্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্টান ও অভিভাবক সমাবেশ গতকাল ২৮ ফেব্রুয়ারী বিদ্যালয় প্রাঙ্গনে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হোসাইন। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়ার সাংসদ হাজী মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, জেলা পরিষদের সদস্য আসমাউল হুসনা,জেলা পরিষদ সদস্য রেহেনা বেগম রাহু। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাষ্টার ছাবের আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাষ্টার জোবাইর আহমদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মালেক, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি সাংবাদিক দিদারুল করিম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মোনাফ, মোহাম্মদ জাহেদ উল্লাহ, মাষ্টার জাকের হোসাইন প্রমুখ। পুরো অনুষ্টান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল হাসেম। পরে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

#############

পেকুয়া ছালেহা কবির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণী সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া ::

সুন্দর শিক্ষিত জাতী গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। প্রাথমিক পর্যায়ে স্কুল পড়–য়া শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা কোথাও কম নয়। বর্তমানে ছেলে মেয়েদের স্কুলমূখী করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন, পেকুয়া ছালেহা কবির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রাধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন, পেকুয়া উপজলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছালামত উল্লাহ। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক শেষে পুরষ্কার বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্টিত হয়। বিদ্যালয় পরিচালনা (এসএমসি) কমিটির সভাপতি সাজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ কবির, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও গোঁয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি সাংবাদিক এম দিদারুল করিম, ছালেহা কবির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শওকতুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মুনতাজির এমরান জাদিদ, সদস্য ও পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশনের সিনিয়র শিক্ষক নুরুল হোছাইন ও সদস্য মোঃ আবু ছৈয়দ প্রমূখ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রীদের অভিভাবক ও সুশীল সমাজের ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। সহকারী শিক্ষক জাহেদুল ইসলামের পরিচালনায় আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্টানে বিভিন্ন ইভেন্ডে অংশ গ্রহনকারী শিক্ষর্থীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথি বৃন্দরা ।

পাঠকের মতামত: