ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় হামলায় স্কুল ছাত্রীসহ আহত-৩

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় দুবৃর্ত্তের হামলায় স্কুল ছাত্রীসহ একই পরিবারের ৩ নারী গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল ১৩ নভেম্বর বিকাল ৪ টার দিকে টইটং ইউনিয়নের ধন্নাকাটা মিয়াজিঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, অন্য জনের একটি ছাগল ধানক্ষেতের ধান নষ্ট করার কারনে গোলাম মোস্তফার সাথে একই এলাকার হাবিবুর রহমান বাদশার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মৃত ছিদ্দিক আহমদের পুত্র হাবিবুর রহমান বাদশা গং দা, লাঠি দিয়ে হামলা করে। হামলায় গোলাম মোস্তফার মেয়ে ও সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী জোবাইদা(৮), তার স্ত্রী রহিমা বেগম(৪০), মেয়ে রিনা আক্তার গুরুতর আহত হয়। আহত গোলাম মোস্তফার স্ত্রী রহিমা বেগম জানান, প্রতিপক্ষদের সাথে জায়গা জমি নিয়ে পূর্ব শত্র“তা ছিল। তারা এর পূর্বেও কয়েকবার হামলা করেছিল। তারা বাড়িতে হামলা করে পাকাধান গুলি নষ্ট করে ব্যাপক ক্ষতি সাধন করে।

জেটিকে আটক করে। গাড়ীর চালক পলাতক রয়েছে।

পাঠকের মতামত: