ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় লবণ মাঠ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-৬

songarsরিয়াজ উদ্দিন , পেকুয়া:

পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের হারুনমাতবরপাড়া এলাকায় লবণ মাঠের বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ৬ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৭ নভেম্বর সকাল ১০ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকায় ২ কানি লবণ মাঠ নিয়ে আবদুল মতলব ও ওলা মিয়া গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালের দিকে আবদুল মতলব গং লবণ মাঠে কাজ করার জন্য চাষা দিলে প্রতিপক্ষ ওলা মিয়া গং বাধা প্রদান করে। এ সময় উভয়পক্ষ বাকবিতন্ডা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষ দা, কিরিচ ও লোহার রড দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে বাজারপাড়া এলাকার আবদু রশিদের পুত্র শহিদুল ইসলাম(৪৫), আছান আলীর পুত্র নুরুল কাদের(৫০), গোলাম বারীর পুত্র আবদুল মতলব(৬৫), আবুল কালামের স্ত্রী দিল ফিরুজ(৪০), মহিউদ্দিনের স্ত্রী ছাদেকা(৩৫), ওলা মিয়ার পুত্র আবু তাহের(৬০) গুরুতর আহত হয়। আহতদের পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে গুরুতর আহত ৩ জনকে চমেক হাসপাতাল ও ককসবাজার হাসপাতালে রেফার করা হয়েছে। এ ব্যাপারে আহতপক্ষ মামলার প্রস্ততি নিচ্ছে বলে জানা যায়। এ ব্যাপারে পেকুয়া থানার এস, বিমল কান্তি দেব জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মারামারির খবর শুনে আমরা এলাকা পরিদর্শন করি। তবে কাউকে ও গ্রেফতার করা হয় নাই।

 

পাঠকের মতামত: