ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় রুপাইখালে ও ফুটপাতে উচ্ছেদ অভিযান

পেকুয়া প্রতিনিধি ::uc

পেকুয়ায় রুপাইখাল ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার ১০ আগষ্ট সকালে ও দুপুরে পৃথক অভিযান জোরদার করা হয়েছে। উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালমা ফেরদৌস অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার মগনামা ইউনিয়নের রুপাইখালে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেন তিনি। কৃত্রিম সংকট সৃষ্টির সময় মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়। পেকুয়া সদর ইউনিয়নের সিকদারপাড়ায় প্রবাহমান খালে বাঁধ দিয়ে মৎস্য আহরনের সরঞ্জামাদি জব্দ করেন তিনি। পেকুয়া চৌমুহনী কলেজ গেইট এবিসি সড়কের মুল ফটক থেকে দুটি দোকান উচ্ছেদ করেন। মৎস্য শিকারের দুটি অবৈধ জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলানো হয়। পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারেও ফুটপাত থেকে ভ্রাম্যমান ব্যবসা উচ্ছেদ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। রুপাইখালের মৎস্য আহরনের স্বপক্ষে চাষীদের উপযুক্ত কাগজপত্র উপস্থাপনের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পাঠকের মতামত: